উইকিসংকলন:লিপিশালা

উইকিসংকলন থেকে
স্ক্রিপ্টরিয়াম (Scriptorium)
স্ক্রিপ্টরিয়াম উইকিসংকলন সম্প্রদায় আলোচনা পৃষ্ঠা. প্রশ্ন বা জিজ্ঞাসা মন্তব্য করুন মুক্ত মনে. আপনি কোন বর্তমান আলোচনায় যোগ অথবা একটি নতুন শুরু হতে পারে. প্রকল্প সদস্যরা প্রায়ই #wikisource IRC চ্যানেল webclient পাওয়া যাবে. সমগ্র প্রকল্প (শুধুমাত্র ইংরেজি অধ্যায়) এর সাথে সম্পর্কিত আলোচনার জন্য, বহুভাষী উইকিসংকলন এ নিয়ে আলোচনা করুন.প্রশাসকদের আলোচনা সভা উইকিসংকলনের প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। উইকিসংকলনের যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।

উইকিসংকলন:Scriptorium/Navigation

Extension:ShortUrl সক্রিয় করার আবেদন বাগজিয়ায় করা হয়েছে

Extension:ShortUrl সক্রিয় করার আবেদন বাগজিয়ায় করা হয়েছে। এর ফলে বাংলা উইকিপিডিয়া ও তার বিভিন্ন প্রকল্পে https://bn.wikisource.org/s/XXX ফরম্যাটে একটি ShortUrl পাওয়া যাবে। যা আমাদের অন্যন্য মাধ্যমে লিঙ্ক যুক্ত করতে সুবিধা হবে। এই Extensionটি বাংলা উইকিপিডিয়া ছাড়া সকল ভারতীয় প্রকল্পেই সক্রিয় আছে। সকলের মতামত প্রয়োজন। --Jayantanth (আলাপ) ০৮:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Using only UploadWizard for uploads

Wikimedia Commons logo

Hello! Sorry for writing in English. It was noted that on this wiki upload is not fully functional for users, who will experience a very difficult and/or illegal uploading. In fact, the licenses/copyright tags dropdown is empty, making it hard or impossible to comply with copyright requirements during upload itself.

Presumably, you don't have interest nor energies to have hundreds templates with the now required HTML, even less a local EDP. I propose to have

so that you can avoid local maintenance and all users can have a functioning, easy upload interface in their own language. All registered users can upload on Commons and existing files will not be affected.

All this will get done around 2014-07-03.

  1. If you disagree with the proposal, just remove your wiki from the list. Remember also to create MediaWiki:Licenses locally with any content (see a simple example), or uploads will be soon disabled anyway by MediaWiki itself (starting in version 1.24wmf11).
  2. To make the UploadWizard even better, please tell your experience and ideas on commons:Commons:Upload Wizard feedback.

Nemo ১৩:০৯, ১৯ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নজরুল কপিরাইট

নাহিদ, নজরুলের লেখার কপিরাইট রয়েছে। নজরুলের লেখা এখনও পাবলিক ডোমেইন লাইসেন্সের আওতায় ফ্রি নয়। এটির এখনও কপিরাইট রয়েছে। যার ফলে এ উইকিসংকলনে নজরুলের লেখা যোগ করা যাবে না। উইকিসংকলনে শুধু মাত্র পাবলিক ডোমেইনের আওতায় প্রকাশিত (অপ্রকাশিতগুলো বাদে) সাহিত্যকর্ম যোগ করা যাবে। নজরুলের সম্মানার্থে আমরা উইকিসংকলনে যোগ করা লেখাগুলো মুছে ফেলি না, তবে নজরুলের লেখা বর্তমানে উইকিসংকলনে যোগ করতে আমরা অনুৎসাহিত করি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা নেই ভাই। অগ্নিবীণার কিছু কিছু লেখা রয়েছে ভেবেই যুক্ত করা শুরু করেছিলাম। তাহলে বাদ দিলাম। যাইহোক, আমি উইকিসংকলনেও লেখা শুরু করতে চাচ্ছি, আপনার সাহায্য দরকার হতে পারে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
চমৎকার!!! কাজ শুরু করুন। উইকিসংকলনেও অনেক কিছু করার আছে। আপনার পরিকল্পনা কি জানান।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

লেখক:ইবরাহীম খাঁ

নাহিদ, লেখক:ইবরাহীম খাঁ এর লেখাগুলি এখন ও কপিরাইট আওতার মধ্যে রয়েছে, এনার লেখা ১৯৭৮ +৬০ =২০৩৮ সালে পাবলিক ডমেইনে আসবে। আর লেখক কখনো কপিরাইট , তার লেখা গুলিই হয়, আর যে লেখকের লেখা আমরা উইকিসংকলনে রাখতে পারব না, সেই লেখাকের লেখক পাতা তৈরি করা বাতুলতা মাত্র। কারন তার জীবনী অবিলম্বে w: ইবরাহীম খাঁ উইকিপিডিয়াতে আছেই। উপরে বেলায়েত ভাইয়ের লেখাটি আর একবার পড়লে আরও পরিস্কার হবে। নজরুলের সম্মানার্থে আমরা উইকিসংকলনে যোগ করা লেখাগুলো মুছে ফেলি না, ঐ মন্তব্যের আর একটু বিস্তারিত বলি, এখানে ঠিক সন্মান বা অসন্মানের কোনো ব্যাপার নয়। বরঞ্চ এখানে থাকলে,নজরুলের পরিবার যদি উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে কোনো মামলা করে বসে বা অভিযোগ করে যে " উইকিমিডিয়া ফাউন্ডেশন নজরুলের কপিরাইট চুরি করেছে" সেটা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে সন্মান জনক হয় না সাথে উইকিমিড্যার স্বেচ্ছাসেবক হিসাবেও আমাদের কাছে সন্মান জনক হবে না। কারন এমন অভিযোগ এলে এবং অভিযোগের সত্যতা প্রমান হলে,উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারিরাই সেটা সরিয়ে ফেলবেন ও সাথে বর্তমান প্রশাসকদের তারা একটু ভিন্ন চোখে দেখতে শুরু করবেন। তারা মনে করবে এখানে প্রশাসকরা কপিরাইটেড উপাদান ও রেখে দেন। আমাদের গ্রহন যোগ্যতা নিয়েই সন্দেহ প্রকাশ করবে। তাই আমার মতে এইগুলি সরিয়ে ফেলাই উত্তম। আমি এখন মুছে ফেলিনি, কারন যিনি বা যারা লিখেছেন তার লেখা মুছে দিলে তিনি নিরুৎসাহি হয়ে পরে এখা থে চলে যেতে পারে। কারন একেই এখানে অবদান কারি কম। এই ভয়ে। বেলায়েই ভাইও অপসারন করেন নি মূলত এই কারনে আমার যেটুকু মনে হয়।

আর একটা উপায়ে আমরা নজরুলের সকল সাহিত্য কর্মকে এখানে রাখতে পারি। সেটা একটা কঠিন কাজ, সেই কাজটিই শুরু করতে পারেন, আমাদের নাসির ভাই, উনি এখন বাংলাদেশের ক্রিয়েটিভ কমন্স প্রধান লোক হয়েছেন। নাসির ভাই ও সাথে আপনারা বাংলাদেশের নজরুলের পরিবার কাছে গিয়ে যদি রাজি করিয়ে তাদের কাছ থেকে নজরুলের সকল সাহিত্য কর্মকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশ করাতে পারেন, তনেই আমরা এখানে রাখতে পারি। যেমন ভারতে এই ধরনের কাজ অন্য ভাষাতে শুরু হয়েছে। যেমন তামিল ভাষা ২০ খন্ডের বিষ্বকোষ তারা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশ করাচ্ছে । আশা করি আমি বোঝাতে পেরেছি। Jayantanth (আলাপ) ২১:৫২, ৩০ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, নজরুলের ব্যাপারটি এক বছর আগের ঘটনা এবং তখনই সেটা বুঝে গেছি :) ইবরাহীম খাঁ থেকে ট্যাগ সড়িয়েছিলাম কারণ আমি মনে করেছিলাম এখানে যেহেতু তার কোন সাহিত্য কর্ম লেখা হয়নি এবং শুধুমাত্র তার সম্পর্কে এক লাইন এবং তার কি কি সাহিত্য কর্ম রয়েছে সেই তালিকা রয়েছে সুতরাং এটাতে কপিরাইট ট্যাগ দেওয়া একটু বেশিই মনে হয়েছিল আমার কাছে। ট্যাগ না লাগিয়ে আলাপ পাতাতে বলা যেত। যেমন আপনি এখানে বললেন। নজরুলের পরিবারের কাছে যেতে পারি এটা একটা সুন্দর পরামর্শ দিয়েছেন, দেখি ৬ তারিখে নাছির ভাইর সাথে দেখা হলে আলাপ করবো। আর আমাদের ফটোগ্রাফি কনটেস্টের ব্যাপারটি নিশ্চই খেয়াল করেছেন, মতামত দিবেন কিন্তু!--যুদ্ধমন্ত্রী (আলাপ) ২৩:৫৮, ৩০ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Amendment of Bangla character set for WikiEditor

Action proposed at 1, draft made at 2 and action taken vide 3 and 4 for the following charset:

"bangla":["ঀ","অ","আ","ই","ঈ","উ","ঊ","ঋ","ঌ","এ","ঐ","ও","ঔ","া","ি","ী","ু","ূ","ৃ","ে","ৈ","ো","ৌ","্য","্র","ক","খ","গ","ঘ","ঙ","চ","ছ","জ","ঝ","ঞ","ট","ঠ","ড","ঢ","ণ","ত","থ","দ","ধ","ন","প","ফ","ব","ভ","ম","য","র","ল","শ","ষ","স","হ","ড়","ঢ়","য়","ৎ","ং","ঃ","ঁ","্","৷","॥","১","২","৩","৪","৫","৬","৭","৮","৯","০","ঽ","ৗ","়","ৰ","ৱ","৲","৻","৳","৴","৵","৶","৷","৸","৹","৺","ৠ","ৡ","ৄ","ৢ","ৣ","‘","’","“","”",["zws","​"],["zwnj","‌"],["zwj","‍"]],

Hrishikes (আলাপ) ০২:৪২, ২৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ -- স্বেচ্ছাসেবক আহ্বান

সুধী,

২০১১ খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় স্তরের উইকিকনফারেন্স অনুষ্ঠিত হয়। ২০০১ খ্রিস্টাব্দে উইকিপিডিয়া শুরু হওয়ার পর থেকে দীর্ঘ ১৪ বছরে সেটিই ছিল একমাত্র সর্বভারতীয় স্তরের উইকিমিডিয়া সম্মেলন।

২০১৫ খ্রিস্টাব্দের জুলাই মাসে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত উইকিম্যানিয়া ২০১৫ আন্তর্জাতিক কনফারেন্সে ভারতীয় ভাষাগুলির উইকিপিডিয়ানদের মধ্যে একটি আলোচনাসভা থেকে উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ সংগঠিত করার পরিকল্পনা করা হয়। এই সভায় ভারতের পক্ষ থেকে উইকিম্যানিয়া ২০১৯ আন্তর্জাতিক কনফারেন্সের দরপত্র পাঠানোর সম্মিলিত সিদ্ধান্ত নেওযা হয়েছে। ভারতে উইকিম্যানিয়া সফল ভাবে পরিচালনা করতে গেলে, ভারতের সকল ভাষার উইকিমিডিয়া সম্প্রদায়কে একত্রিত হয়ে এক দল হিসেবে কাজ করতে হবে। সেই লক্ষ্য পূরণের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ একটি আদর্শ স্থান। এই সম্মেলনের ফলে আমরা আমদের শক্তি ও দুর্বলতা যাচাই করে উইকিম্যানিয়া ২০১৯ আন্তর্জাতিক কনফারেন্সের জন্য তৈরী হতে পারব। আমাদের বৈচিত্রের মধ্যে একতার ওপর নির্ভর করেই এই সম্মেলন সফল হবে বলে আশা রাখি। আমরা সকল ভারতীয় ভাষার সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের তাঁদের অদম্য সম্মিলিত ইচ্ছা, শক্তি ও একতা উর্দ্ধে তুলে ধরে এই লক্ষ্যপূরণের আহ্বান জানাই।

এই সম্মেলনে যোগ দিতে অনুগ্রহ করে এই ফর্ম পূর্ণ করুন।

ধন্যবাদান্তে,

উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ স্বেচ্ছাসেবকবৃন্দ

পরিসংখ্যান হালনাগাদ

প্রধান পাতার প্রুফরিডিং পরিসংখ্যান তাৎক্ষনিক হালনাগাদ হয় না। অনেকদিন ধরেই একই পরিসংখ্যান দেখতে পাচ্ছি- --রাজু (আলাপ) ১৬:২৬, ২১ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

একটা বট এই কাজটি করত। এখন বট বন্ধ আছে। এই জন্য ২০১৪ সাল থেকে তাৎক্ষনিক হালনাগাদ হয় না। --Aftabuzzaman (আলাপ) ১৭:৩৭, ২৩ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আপডেট করা হয়েছে। Jayantanth (আলাপ) ২১:৫১, ২৯ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতায় সামাজিক যোগাযোগ যুক্তকরন প্রসঙ্গে

সুধী, আপনারা সকলেই জানেন বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমও প্রচারনার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। আমি উইকিসংকলনের প্রধান পাতায় আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যুক্ত করার প্রস্তাব করছি। ইতিমধ্যে বাংলা উইকিপিডিয়ায় আলোচনার মাধ্যমে এটি যুক্ত করা হয়েছে। আমি নতুন একটি টেমপ্লেট তৈরি করেছি {{প্রধান পাতা সামাজিক যোগাযোগ মাধ্যম}}। ধন্যবাদ। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ২২:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন - --রাজু (আলাপ) ১৫:৫৪, ২০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@Hrishikes: , এই কাজটি খুব ভাল হয়েছে, এমনই কাজ আমি আশা করছিলাম। এমননি বিভিন্ন উৎস গুলিকে এই ভাবে ডকুমেন্টেশন করে রাখলে সবার সুবিধা হবে। তার সাথে পত্রিকাগুলিকে খুব তাড়াতাড়ি ইন্টারনেট আর্কাইভ ও কমন্সে আপলোড করে নিতে হবে। কারন মাঝে মাঝেই এই সব লিঙ্কগুলি কাজ করে না, আমাদের সরকারি ওয়েবসাইটের মতো। যেমন ব্রিটিশ লাইব্রেরির এখানের কিছু লিঙ্ক কাজ করছে না। আর একটা কথা বলি, আপনি যে বইগুলি সরাসরি কমন্সে আপলোড করছেন সেইগুলিকে প্রথমে https://archive.org/ করতে পারবেন? তারপর ia-upload টুলের মাধ্যমে কমন্সে আনতে পারবেন? এই পদ্ধতিটা অনেক ক্ষেত্রে ইংরেজি সোর্সে ব্যাবহার করা হয়। ইন্টারনেট আর্কাইভএ আপলোড করার উদ্দেশ্যই হচ্ছে এখানে অনলাইনে পড়ার সুবিধা আছে, আর এটিও উইকিমিডিয়ার মত সংস্থা, লিঙ্ক হারিয়ে যাবার সম্ভবনা থাকবে না। আপনি এখানে পাবেন বিস্তারিত s:en:Help:Internet Archives:en:Help:DjVu files Jayantanth (আলাপ) ০৩:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@Jayantanth: আমি IA ব্যবহার করে থাকি, যথা এখানে দেখুন৷ বাংলা বইয়ের ক্ষেত্রে করছি না, কারণ IA-তে বাংলা OCR সমেত djvu তৈরি হয় না৷ bnWS-এর OCRও পাতে দেওয়ার মত নয়৷ বাংলা OCR text-এর জন্য Google Docs খুব accurate, তবে অল্প অল্প করে করতে হয়৷ CrossAsia-র বইগুলির ক্ষেত্রে আরেকটা সমস্যা দুটো করে পাতা একত্রে scanned. আগে প্রতিটি double পাতা দ্বিভাজিত করে নিয়ে তবেই কোথাও দেওয়া যেতে পারে, যা আমি প্রবাসীতে করেছি৷ Hrishikes (আলাপ) ০৫:২৩, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes: দেখে ভাল লাগল আপনিও ইন্টারনেট আর্কাইভ তে আপলোড করেন। বাংলা কেন করেন না তা আমি বুঝতে পারছি। কিন্তু দেখুন তো আমার করা আপলোড গুলিকে। এখানে। দেখবেন প্রতিটিতে djvu তৈরি হয়েছে। সবাই জানে, তাও ইন্টারনেট আর্কাইভ এর ব্যাপারে আমি যা জানতে পেরেছি ( ফোরাম ও অন্যান্য সুত্র থেকে) তা আপনাদের সাথে শেয়ার করি। আমরা যে ফাইলটি আপলোড করি , ইন্টারনেট আর্কাইভয়ে তা অ্যাবি (ABBYY) নামক সফটওয়ারের মাধ্যমে, প্রায় ১৫ রকমের ফরম্যাটে তা আউটপুট করে রাখে যা যেকেউ তার প্রয়োজনে ডাইনলোডও করেতে পারে। আমেরিকার কপিরাইট আইন বেশ কড়া, ও আইন না মানলে যে কোন সংস্থাকে বেশ বেগ পেতে হয়।কিন্তু ইন্টারনেট আর্কাইভ কিছু কিছু কপিরাইট ঝ্যামেলা থেকে বিরত থাকতে পারে বা পার পেয়ে যায় কারন এইটি একটি লাইব্রেরি রুপে প্রতিষ্টিত। অ্যাবিই OCR করে djvu ফাইলের একটি ভিন্ন লেয়ারয়ে (Layer) টেক্স করে রাখে। কিন্তু বাংলার ক্ষত্রে সমস্যা হচ্ছে অ্যাবি এখনও বাংলা সাপোর্ট দেয়নি। কিন্তু আশা করা যায় ভবিষ্যতে দেবে। তাই আপনি যদি বাংলা লেখাযুক্ত PDF ইন্টারনেট আর্কাইভ তে আপলোড করার সময় ভাষা হিসাবে বাংলা নির্বাচন এখন করে দেন তাহলে djvu ফাইল তৈরিই করবে না । তাই আপনি করে দেখুন, আপলোড করার সময় ভাষা হিসাবে বাংলা নির্বাচন না করে ইংরেজিই রেখেদিন, ও কয়েক ঘন্টা বা একদিন অপেক্ষা করুন । বা দেখে নিতে পারেন আপনার কাজ কখন হবে, তা পাবেন এখানে। চিন্তা করার দরকার নেই, জানি আপনি ভাবছে, তথ্যে ভুল থেকে গেল, না তা নয়। সব কাজ হয়ে গেলে মানে অ্যাবি সফটওয়ার সকল Task করে ফেললে, আপনি, আপনার আপলোড করা ফাইলে যান, বাম দিকে দেখতে পাবেন, Edit, তাতে ক্লিক করলে পাবেন change the information, তাতে ক্লিক করলে দেখবেন সকল লেখাই পাবেন, যা আপনি আপলোড করার সময় দিয়েছিলেন। সেখান থেকে language: eng লেখাকে ben করে দিন। এছাড়া আর কোনো পরিবর্তন করে চাইলে সেটাও করতে পারবেন। এই ভাবে কিন্তু আমরা djvu ফাইল তৈরি করতে পারবো, এখানে আমি দেখেছি, PDF ফাইলকে কোনো গুনমান না কমিয়ে প্রায় ৭০% থেকে ৬০% ফাইল সাইজ কমিয়ে djvu ফাইল তৈরি করতে পারে। আপনি মনে হয় কোনো ডেক্সটপ সফটওয়ার দিয়ে djvu ফাইল তৈরি করেন, সেটা না করে এইভাবে করতে পারেন। যাই হোক এই ভাবে কিন্তু djvu ফাইলে বাংলা Unicode text পাবেন না। নামে বাংলা OCR সমেত djvu তৈরি হবে না৷ তবে অ্যাবি যবে বাংলা সাপোর্ট দেবে সেদিন থেকে আপনি নিজেই আপনার আপলোড করা ফাইগুলিকে আর একবার ডাইড রান করে বাংলা Unicode text করতে পারবেন, এখান থেকে
  • আর বাংলা ওসিয়ারের সমস্যা তো একটা জানা সমস্যা। তবে গুগুল আমাদের জন্য বেশ ভাল কাজ করল এই কিছুদিন আগে। যা এখানে পাবেন উইকিসংকলন:বাংলা ওসিআর । আপনিটি কিভাবে ব্যবহার করছেন জানান। আমিও কিভাবে ব্যবহার করছি তা জানাবো। তবে আমি একটা সহায়িকা পাতাও তোইরি করব এই সব গুলি নিয়ে।bnWS-এর OCRও পাতে দেওয়ার মত নয়৷ কারন এটি নেওয়া হয়েছে এখান থেকে যা আর ও ভাল করতে হবে।
@Jayantanth: আপনি চাইলে বইগুলি IA-তে দিয়ে দেওয়া যাবে, কোন ব্যাপার নয়৷ তবে IA djvu বানাতে অনেক সময় নেয়৷ তাই আজকাল আমি নিজেই OCR সমেত djvu বানিয়ে ইংরেজি উইকিসোর্সে দিয়ে থাকি৷ IA নেয় কয়েক ঘন্টা, আমি করি কয়েক মিনিটে৷ Google Docs ব্যবহার করছি জীবনানন্দের বইটার জন্য৷ ABBYY FineReader আছে আমার কাছে৷ ব্যবহারও করে থাকি৷ তবে ABBYY দিয়ে পাতা ভাগ করার কায়দাটা জানি না৷ Hrishikes (আলাপ) ১৭:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes: হ্যা আপনার কাছে যদি ABBYY থাকে তা দিয়ে এক মিনিটেই OCR সমেত djvu বানিয়ে নিতে পারবেন। আমার মনে হয় আপনি সেটাই করছেন, তাই না? ইন্টারনেট আর্কাইভ এ আপলোদ করতে বলার কারন হচ্ছে, ওখানে ঐ অনেক ফরম্যাটে তা আউটপুট করে রাখে ও নেভিগেশন ও অনলাইন পড়া যায়, যা কমন্সের ফাইলে সম্ভব নয়।

ABBYY FineReader দিয়ে পাতা ভাগ ভাগ করতে হলে, PDF ওপেন করার পর, Menu bar থেকে page--> Edit Image বা Cntrl + shift + I টিপুন। দেখবেন, বামদিকে, কিছু টুল বার আসবে, সেখান থেকে split টুল টি নিয়ে, verical separatorটা দিয়ে এক একটি পাতাতে মাঝে রাখুন ( যেখানে ভাগ করতে চাইছেন) আর split by line এ ক্লিক করুন। Jayantanth (আলাপ) ১৮:০৫, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আমার কাছে ABBYY 8.0 আছে, তাতে djvu option পাই নি৷ Hrishikes (আলাপ) ০৯:০২, ৩০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিস
আপনি ABBYY 12 ব্যবহার করুন। এটি আরও উন্নত ও ভাল।djvu পাবেন। Jayantanth (আলাপ) ০২:৩২, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Jayantanth: ধন্যবাদ৷ আপনার কথায় অ্যাবি ১২ লাগিয়ে নিয়েছি৷ djvu আছে দেখেছি, এবার ব্যবহার করে দেখতে হবে৷ Hrishikes (আলাপ) ১১:৪৬, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পরিকল্পনা ও আদানপ্রদান

হৃষিকেশবাবু , আপনি দেখলাম আপনি বিভূতিভূষন নিয়ে কাজ করছেন ও বইগুলিকে প্রুফরিডের জন্য আপলোড করছে। অনেক ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কাজ করছি ও করব , মানে বইগুলিকে প্রুফরিডের জন্য আপলোড করতে শুরু করেছি। তাই আপনিও যদি আপনার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানান তাতে দুই জনেরই সুবিধা হয়। মানে ডুপ্লিকেট কাজ যাতে না হয়ে যায়, তার চেষ্টা করছি। যেমন আপনি বঙ্কিমচন্দ্র নিয়ে আগে কাজ করছেন বলে আমি আর ওই দিকটা দেখছি না। আমি এখন চাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাজ গুলি প্রফরিড না করা হয়েছে সেইগুকিকে প্রফরিড করা ও শেষ করা। এমনই স্ক্যান ছাড়া পাতাসমূহ গুলিকে এখানে পাবেন। আপনি ইংরেজিতে কাজ করছে দেখেও ভাল লাগছে। তবে আমি চাইবো আপনি এখানে বেশি কাজ করুন , কারন এখানে জানেন ই তো স্বেচ্ছাসেবক নেই। শুভেচ্ছা নেবেন ও ভাল থাকবেন, ধন্যবাদ। Jayantanth (আলাপ) ০৮:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

জয়ন্তবাবু, এরপর ইচ্ছে আছে শরৎচন্দ্রের রচনাবলী আপলোড করা৷ লোকাল আপলোড এখানে disabled কেন জানতে ইচ্ছে৷ যাই হোক, রচনাবলী খণ্ডে খণ্ডে দিলে আচমকা কোন স্বল্পপরিচিত বই বাদ চলে যায় না৷ ইংরেজি সাইটে আমি বহু বই যোগ করেছি (অসম্পূর্ণ তালিকা এখানে পাবেন)৷ বাংলাতেও আমি বিভিন্ন লেখকের বই যোগ করতে ইচ্ছুক৷ তবে বেশি পরিকল্পনা করা আমার আসে না৷ Source sites ঘাঁটতে ঘাঁটতে কোন বই ভাল লাগলে উইকিসোর্সে দিয়ে দিই৷ বাংলা উইকিসোর্সে scanned বইয়ের ভালই অভাব আছে৷ ইংরেজি উইকিসোর্সে আমি বিশেষ জোর দিয়েছি অনূদিত বাংলা সাহিত্য এবং বাংলা ও ভারত সম্পর্কিত বইয়ের ওপর৷ এ ব্যাপারে বাকি পৃথিবীর ধারণা কম৷ তাই আমি বহু খুঁজে এ জাতীয় বইগুলি একই ছাতার তলায় ধরে দিয়েছি৷ তা থেকে ওখানে POTM ও FT দুটোই হয়েছে৷ ইংরেজিতে এসব নিয়ে মূলত আমি একাই কাজ করছি, তবে বাংলাতেও আমি কাজ করে থাকি ও করব৷ Hrishikes (আলাপ) ১৩:০৩, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু জিজ্ঞাসার উত্তর

উত্তর দিতে একটু দেরি হয়ে গেল,

  • লোকাল আপ্লোড এখানে করা যাচ্ছে না, কারন এটি একটি ছোট্ট উইকির তালিকায় পড়ে গেছে। আমি মূল ্প্রশাসকদের সাথে আলোচনা করে সেইটি ফিরিয়ে আনতে চেষ্টা করছি। জানি কিছু বই আপলোড কমন্সে করা যাবে না লাইসেন্সের ও কপিরাইট সমস্যার কারনে। যা লোকাল এখানে রাখা যাবে। আপাত্ত আপনি আমাকে বলতে পারেন কোন গুলি লোকাল আপ্লোড করা দরকার আমি তা করে দিতে পারবো।
  • রচনাবলী এখানে আপলোড করে প্রুফরিড করলে কোনো ছোট বইও বাদ যাবার সম্ভবনা থাকে না ঠিকই, কিন্তু আমি একক বইকে এখানে তুলে ধরতেই বেশি আগ্রহি, কারন আমার মনে হয় উইকিসংকলনের সেটাই মূল উদ্দেশ্য, তাই যে একক বই একান্তই স্ক্যান কপি পাওয়া যাচ্ছে না, সেই গুলিকেই রচনাবলী থেকে প্রতিলিপ্ত করে নিয়ে আসলে আমার মনে হয় তা উত্তম হবে। যেমন আমি আপনার শুরু করা মিস্‌মিদের কবচ বইটির স্ক্যান কপি কোথাও পাই নি। ( আমি সাধারনত ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়ারWBPLN তেই খুজে থাকি) এমনকি আমি আমার স্থানীয় লাইব্রেরিতে খোজ করে পাইনি। তাই আমার মনে হয় মিস্‌মিদের কবচ রচনাবলী থেকেই প্রতিলিপ্ত করা ছাড়া এই মুহুর্তে কোনো উপায় নেই। কিছু পথের পাঁচালী কি একক গ্রন্থ থেকে নিতে পারি না? আপনার কি মনে হয়? আপনার সুচিন্তিত মতামত জানাবেন।
  • আশা আপনি কোনো বাংলা বইয়ের ভাল সাইট পেলে জানাবেন বা সবার সাথে এখানে শেয়ার করবেন, তাতে আমরা সবাই উপকৃত হব। উইকিসংকলন:উৎস, এখানে যোগ করতে পারেন।
  • ইংরেজিতে আপনার কাজের বহর দেখলাম, সত্যি প্রশংসা যোগ্য, চালিয়ে যান, তবে আপনি বাঙ্গালী বলেই এখানে কাজ করার আবদার করছিলাম।
  • আপনার করা চিত্রা বইটিকে দেখলাম, আমি পেয়েছিলাম,DLi থেকে। আপনার পাওয়া কপিটি সত্যিই ভাল সংস্করন।
  • আপনার মতো আমার ও বেশি পরিকল্পনা করে কাজ করতে পারি না, শুধুমাত্র ডুপ্লিকেট কাজ যাতে না হয়ে যায়, তাই আমি জানতে চেয়েছিলাম, এই আর কি। আমি আপাতত রবীন্দ্রনাথ ঠাকুরের সকল কাজ শেষ করার চেষ্টা করছি। মানে যে লেখাগুলি অবিলম্বে আছে , তার স্ক্যান কপি আপ্লোড করে তাকে প্রুফরিড করা ও প্রতিলিপ্ত করা।

ভাল থাকবেন।Jayantanth (আলাপ) ১৫:২৮, ২৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

জয়ন্তবাবু, উত্তরের জন্য অনেক ধন্যবাদ৷ Commons-এ double PD (US ও ভারত) না থাকলে হয়তো delete হয়ে যেতে পারে, বিশেষ করে নতুন upload. তাছাড়া যেসব সংকলন ১৯৫৪-এর পরে প্রকাশিত, কিন্তু আমরা বাঙালিরা জানি সংকলিত বইগুলির মূল প্রকাশ অনেক আগে (যথা বিভূতি/শরৎ রচনাবলী, গল্পগুচ্ছ চতুর্থ খণ্ড ইত্যাদি), সেগুলির জন্যে local upload-ই ঠিক আছে৷ মিস্‌মিদের কবচ এখানে পাবেন৷ তবে আধুনিক বানান৷ সাধারণভাবে আমি দেখেছি, যেকোন বিখ্যাত বাংলা বই, কপিরাইট থাক বা না থাক, ভালভাবে খুঁজলেই নেটে পাওয়া যায়৷ (যেমন এখানে৷) পথের পাঁচালী এককভাবে সহজপ্রাপ্য, ফলে সেটাই কাজে লাগানো উচিত৷ শ্রীকান্ত তৃতীয় পর্ব পাওয়া খুব দুষ্কর, ফলে আমায় extract করে দিতে হয়েছে৷ বইটা আলাদাভাবে পাওয়া গেলে সেটাই শ্রেয়, তাতে আমার কোন দ্বিমত নেই৷ নমস্কারান্তে, Hrishikes (আলাপ) ১৬:১৭, ২৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নামস্থান ও কিছু অনুবাদ প্রসঙ্গ

হৃষিকেশবাবু আপনি দেখলাম আপলোড করলেন। আমি কালই এইটি DLI থেকে ডাঊনলোড করেছি, কিন্তু আপনার দেওয়া প্রচ্ছদটি তো দেখলাম না? প্রচ্ছদটি রঙ্গীন ও বেশ ভাল। কৌতুহল রইল , আপনি কি অন্য কোনো উৎস থেকে পেয়েছেন? যাই হোক আমি আবার তত্ত্ববোধিনি ও বামবোধিনী ও বঙ্গদর্শন নামিয়ে ফেলেছি, শুধু এখানে আপ্লোড করা বাকি।Jayantanth (আলাপ) ১৫:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@Jayantanth: এই ফাইলের ভাল উৎস আপনার আলাপ পাতায় আগেই দিয়েছি৷ প্রচ্ছদটা পেয়েছি ইংরেজি উইকিপিডিয়া থেকে৷ Hrishikes (আলাপ) ১৭:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:, হ্যা আপনার দেওয়া লিঙ্কগুলি দেখেছি, তবে ওখানের বেশির ভাগ বই কপিরাইট আওতার মধ্যে আছে। আর বইগুলিতে ওয়াটার মার্ক থাকে। I hate watermark book. যাই হোক, তবে লিঙ্কগুলি বেশ ভালই কাজে লাগবে। Jayantanth (আলাপ) ১৭:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Jayantanth: আপনার আলাপ পাতায় দেওয়া Cross Asia Repository linkগুলোতে আপনি কোথায় watermark দেখলেন? ওর মধ্যে একটা link সাময়িকপত্রের, যাতে আছে বিপুল সম্ভার এক জায়গায়৷ এই নির্ঘণ্টের নির্দিষ্ট link নির্ঘণ্ট পাতায় দিয়েছি৷ প্রথমাংশের ছবিযুক্ত পাতাগুলি তা থেকে নেওয়া৷ ছবি ওতে ভাল হলেও পাতার margin পড়তে অসুবিধা, তাই শেষাংশ পুরোপুরি DLI থেকে দিয়েছি৷ যাই হোক, আমি সাময়িকপত্রের একটা portal বানিয়েছি, ওতে header লাগিয়ে ও উপযুক্ত portal শ্রেণীবিভাগ সমেত একটা সুষ্ঠু রূপ দেওয়া যায় কিনা দেখতে পারেন৷ Portal-এর বাংলা প্রবেশদ্বার বড্ড খটমট৷ তোরণ হলে ভাল হত৷ আপনার প্রতিলিপ্তকরণ নিয়েও আমার আপত্তি আছে৷ প্রতিলিপ্ত একটা participle, তার সঙ্গে কোন প্রত্যয় ছাড়া করণ লাগানো যেতে পারে কি? হতে পারত প্রতিলিপ্তীকরণ, স্পষ্টীকরণের মত৷ Transcription-এর ভাল বাংলা হতে পারে প্রতিলিপিকরণ বা পরিলেখন৷ Transclusion Wikimedia-র নিজস্ব শব্দ, একে লেখা যেতে পারে পরিভুক্তি (Trans=পরি, যেমন transport = পরিবহণ; clusion = ভুক্তি, যেমন inclusion = অন্তর্ভুক্তি)৷ Hrishikes (আলাপ) ০১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:, দুঃক্ষিত, আমি একটু ভুল করে ফেলেছি, আমি আসলে এই http://www.xossip.com/showthread.php?t=1309123 লিঙ্কটার বইগুলির ওয়াটার মার্কের কথা বলতে চেয়েছিলাম। Cross Asia Repository linkগুলোতে কোনো ওয়াটার মার্ক থাকবে না, কারন ঐগুলি লাইব্রেরি নিজে করেছে। Jayantanth (আলাপ) ০৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:, Portal-এর বাংলা প্রবেশদ্বার থেকে অন্য কিছু করতে গেলে সকল বাংলা উইকিমিডিয়া প্রকল্পের মধ্যে আলোচনা দরকার ও যে ঐক্যমত আসবে সেই মত পরিবর্তন করা যে পারে। আসলে প্রকল্পগুলি শুরুর সময়, কেউ একজনের কথায় ঐ অনুবাদ্গুলি কোনো আলওচনা ছাড়াই হয়েছে। কারন Portal এর বাংলা উইকিপিডিয়া, উইকিসোর্স, উইকিবই ও অভিধানে প্রবেশদ্বার করা আছে, সেটা system থেকে আসছে। Transcription=প্রতিলিপিকরণ বা পরিলেখন৷ Transclusion=পরিভুক্তি টা আমি করে দিতে পারবো। তবে সেটার জন্যও অন্তত কয়েক জনের মতামত দরকার। এছাড়া আর কোনো এই অনুবাদ সংক্রান্ত প্রস্তাবনা থাকলে জানান। @Aftabuzzaman:,@Bodhisattwa:, @NahidSultan:, @Sujay25:Jayantanth (আলাপ) ০৮:০৫, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমি একটু ভিন্নমত পোষণ করছি। পোর্টাল এর বাংলা প্রবেশদ্বারই আমার কাছে মানানসই মনে হয়। এটা হতে পারে যে, অনেকদিন যাবত এই শব্দটাই দেখছি এজন্য। ১১ বছর যে শব্দ চলে আসছে হঠাৎ করে সেটিকে ভিন্ন শব্দ হিসেবে উপস্থাপণ করলে একটু দেখতে খিটমিটেই লাগবে। সুতরাং একমত না।--যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৮:৩৪, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
অনেকদিন ধরে থাকলেই যদি বৈধ হয়, তাহলে সতীদাহ আজও বৈধ থাকত৷ Portal শুধুই একটা দরজা; তা শুধু প্রবেশদ্বার কেন হবে, নির্গমদ্বার কেন নয়? এমন কোন শব্দ বেছে নেওয়া উচিত যাতে শুধুই দরজা বা গেট বোঝায় এবং portal-এর মত বেশ একটা কাব্যিক ভাব থাকে৷ সেজন্যে তোরণ শব্দটা ভেবে দেখা যেতে পারে৷ Hrishikes (আলাপ) ১৩:১১, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes, ব্যাপারটিকে এতো কঠিনভাবে নেওয়ারমত কিছুই চোখে পড়লো না, এটা কমনসেন্স (সতীদাহ আর এই বিষয়টা এক হলো নাকি?; উদাহরণ হিসেবেও কিভাবে দুটি বিষয় মিলে যায়?)। দুঃখিত আপনার প্রথম লাইনটি ঠিক ভালো ভাবে নিতে পারলাম না। আমার মন্তব্যে কিন্তু আমি শুধু ঐ কথাটিই উল্লেখ করিনি আরো কিছু ব্যাখ্যা দিয়েছি। যাইহোক, এখানে আলোচনা করে মনে হয় না লাভ আছে, আপনার যদি ইচ্ছা হয় বাংলা উইকিপিডিয়াতে আলোচনা করুন, ওখানে করলে একটা ঐক্যমত্যে পৌঁছানো যাবে। প্রবেশদ্বার কারার লিংকটি এখানে।--যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৭:৪৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: সতীদাহ শব্দটা আমি প্রয়োগ করেছিলাম কারণ অনেকদিন চলেও উঠে গেছে তার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে ওটাই আমার মনে এসেছিল৷ সামাজিক গুরুত্বের তুলনা বা আপনাকে আঘাত করা উদ্দেশ্য ছিল না৷ আপনি ক্ষুব্ধ জেনে আমি সত্যিই দুঃখিত৷ যাই হোক, এখানে আলোচনা করে লাভ নেই যখন, তো আলোচনাটা শুধুই transcription ও transclusion-এর মধ্যে সীমিত থাকুক৷ Hrishikes (আলাপ) ০১:৪৭, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ নামস্থান ('Translation' namespace)

অন্য সকল উইকিসোর্সে অনুবাদ নামস্থান থাকলেও বাংলা উইকিসংকলনে অনুবাদ নামস্থান নেই। আমি এটিকে যোগকরার জন্য আবেদন করেছি, তার জন্য সম্প্রদায়ের মতামত চাই। এখানে পাবেন আবেদনটি। @Hrishikes: @Aftabuzzaman:,@Bodhisattwa:, @NahidSultan:, @Sujay25:Jayantanth (আলাপ) ১৫:০৪, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন --Aftabuzzaman (আলাপ) ১৬:১৫, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন --সুজয় চন্দ্র ১৮:৫২, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ০২:০৯, ৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন খুব ভাল প্রস্তাব৷ Hrishikes (আলাপ) ০৪:২৮, ৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন--যুদ্ধমন্ত্রী (আলাপ) ২২:০৩, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Community Wishlist Survey

Wikimania 2016 scholarships ambassadors needed

Hello! Wikimania 2016 scholarships will soon be open; by the end of the week we'll form the committee and we need your help, see Scholarship committee for details.

If you want to carefully review nearly a thousand applications in January, you might be a perfect committee member. Otherwise, you can volunteer as "ambassador": you will observe all the committee activities, ensure that people from your language or project manage to apply for a scholarship, translate scholarship applications written in your language to English and so on. Ambassadors are allowed to ask for a scholarship, unlike committee members.

Wikimania 2016 scholarships subteam ১০:৪৭, ১০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

বর্তমান সমস্যাগুলি

বর্তমান সমস্যাগুলিকে রিপোর্ট করা হয়েছে এখানে,

আন্তর্জাতিক উইকিসংকলন সম্মেলন

সুধী, ভিয়েনায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক উইকিসংকলন সম্মেলনে যে সমস্ত বিষয় সম্বন্ধে আলোচনা চলছে তার খসড়া এই ইথারপ্যাড লিঙ্কে পাওয়া যাবে। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৩৪, ২১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

This is a message regarding the proposed 2015 Free Bassel banner. Translations are available.

Hi everyone,

This is to inform all Wikimedia contributors that a straw poll seeking your involvement has just been started on Meta-Wiki.

As some of your might be aware, a small group of Wikimedia volunteers have proposed a banner campaign informing Wikipedia readers about the urgent situation of our fellow Wikipedian, open source software developer and Creative Commons activist, Bassel Khartabil. An exemplary banner and an explanatory page have now been prepared, and translated into about half a dozen languages by volunteer translators.

We are seeking your involvement to decide if the global Wikimedia community approves starting a banner campaign asking Wikipedia readers to call on the Syrian government to release Bassel from prison. We understand that a campaign like this would be unprecedented in Wikipedia's history, which is why we're seeking the widest possible consensus among the community.

Given Bassel's urgent situation and the resulting tight schedule, we ask everyone to get involved with the poll and the discussion to the widest possible extent, and to promote it among your communities as soon as possible.

(Apologies for writing in English; please kindly translate this message into your own language.)

Thank you for your participation!

Posted by the MediaWiki message delivery 21:47, 25 November 2015 (UTC) • TranslateGet help

Community Wishlist Survey

MediaWiki message delivery (আলাপ) ১৪:৩৮, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

This is a message from the Wikimedia Foundation. Translations are available.

As many of you know, January 15 is Wikipedia’s 15th Birthday!

People around the world are getting involved in the celebration and have started adding their events on Meta Page. While we are celebrating Wikipedia's birthday, we hope that all projects and affiliates will be able to utilize this celebration to raise awareness of our community's efforts.

Haven’t started planning? Don’t worry, there’s lots of ways to get involved. Here are some ideas:

Everything is linked on the Wikipedia 15 Meta page. You’ll find a set of ten data visualization works that you can show at your events, and a list of all the Wikipedia 15 logos that community members have already designed.

If you have any questions, please contact Zachary McCune or Joe Sutherland.

Thanks and Happy nearly Wikipedia 15!
-The Wikimedia Foundation Communications team

Posted by the MediaWiki message delivery, ২০:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুনসাহায্য[উত্তর দিন]

2016 WMF Strategy consultation

দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

Hello, all.

The Wikimedia Foundation (WMF) has launched a consultation to help create and prioritize WMF strategy beginning July 2016 and for the 12 to 24 months thereafter. This consultation will be open, on Meta, from 18 January to 26 February, after which the Foundation will also use these ideas to help inform its Annual Plan. (More on our timeline can be found on that Meta page.)

Your input is welcome (and greatly desired) at the Meta discussion, 2016 Strategy/Community consultation.

Apologies for English, where this is posted on a non-English project. We thought it was more important to get the consultation translated as much as possible, and good headway has been made there in some languages. There is still much to do, however! We created m:2016 Strategy/Translations to try to help coordinate what needs translation and what progress is being made. :)

If you have questions, please reach out to me on my talk page or on the strategy consultation's talk page or by email to mdennis@wikimedia.org.

I hope you'll join us! Maggie Dennis via MediaWiki message delivery (আলাপ) ১৯:০৬, ১৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Pagenumbers

Hello! My javascript console warns me continuously of init_setting is not defined. It comes from Mediawiki:PageNumbers.js, but I've seen that a similar script is imported from oldwikisource (oldwikisource:Mediawiki:PageNumbers.js) from Mediawiki:Common.js. Perhaps Mediawiki:PageNumbers.js should be deleted localy? or the importing from Common.js? Thanks! -Aleator (আলাপ) ০২:৪৬, ২৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Thanks @Aleator:, for testing for implementing the bug T124295 of InterWikiTransclusion.js. I am only active sysop here and not good in javascript. I was just trying to implementing the the same js system to our wikisource. I had just imported all js script from oldwikisource. But it is not working properly here. If you could guide me or help me to fixed the issue , that will be nice.Jayantanth (আলাপ) ০২:৫৮, ২৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
Sure! I'm not admin at oldwikisource so I have left there a suggestion for admins to modify script. We'll have to wait to see if it works. I hope so :) -Aleator (আলাপ) ০৩:১০, ২৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এডিটাথন প্রস্তাব

২১শে ফেব্রুয়ারী w:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -- যা পালিত হয় বাংলা ভাষার ভাষা-শহীদদের স্মরণে৷ এই উপলক্ষে কয়েকদিনের (?এক সপ্তাহ) এডিটাথন আয়োজন করা যেতে পারে, বাংলা উইকিসংকলনের পক্ষ থেকে৷ বাংলা উইকিপ্রকল্পগুলি ও ইংরেজি উইকিপিডিয়ায় বিজ্ঞপ্তি রাখা যেতে পারে৷ রবীন্দ্র-শরৎ-বঙ্কিম মেনুতে থাকতে পারে; এগুলি সোজা -- ইতিমধ্যেই বর্তমান mainspace লেখাগুলিকে djvu-তে merge করা এবং বাকিগুলি SNLTR থেকে এখানকার নির্ঘণ্টগুলিতে নিয়ে আসা৷ Advanced project হিসেবে থাকতে পারে দীনেশচন্দ্র সেনের দুখন্ড বঙ্গ-সাহিত্য-পরিচয়, যার নির্ঘণ্ট ইতিমধ্যেই এখানে আছে৷ মতামত? Hrishikes (আলাপ) ০৯:৪০, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন খুব ভাল প্রস্তাব। Sumita Roy Dutta (আলাপ) ১৪:৩৭, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ফিক্সড ফণ্ট ও প্যাড লেফট

আমি অনেক দিন ধরেই মূল নামস্থানে padding-left:2em;font-size:1.3em এই ফিক্সড ফণ্ট ও প্যাড লেফট কোড ব্যবহার করে আসছি, তার কারণ পাঠক হিসেবে বলতে পারি যে, ফণ্টের আকৃতি একটু বড় হওয়ায় পড়তে সুবিধা হয় এবং বাঁ দিকে একটা সামান্য গ্যাপ থাকে, মানে নিতান্ত মন্দ লাগে না। এই কোডের ব্যবহার সংক্রান্ত কোন নীতিমালা আমি পাইনি। হৃষিকেশদা আজ জানালেন যে, এই ধরণের কোড ব্যবহার করতে ইংরেজি উইকিসংকলনে বারণ করা হয়ে থাকে এবং ইংরেজি উইকিসংকলনের প্রশাসকেরা এটি ব্যবহার করতে তাঁকে বারণ করেছেন। আমার মনে হয়, এই বিষয়ে বাংলা উইকিসংকলন সম্প্রদায়ের পক্ষ থেকে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। ইংরেজি উইকিসংকলনে ঠিক কি অসুবিধার কারণে এই কোড ব্যবহার করতে বারণ করা হয়েছে, জানলে বুঝতে সুবিধে হত। এই কোড ব্যবহার করলে কি বিভিন্ন ব্রাউজার বা মোবাইল ডিভাইসে দেখতে অসুবিধা হয়, না অন্য কোন সমস্যা রয়েছে? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ফন্ট সাইজ নিয়ে আমায় জ্ঞান দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট প্রশাসক ফন্ট সাইজ ও টেক্সট জাস্টিফিকেশন দুটোই বাদ দিয়ে দিয়েছিলেন আমার কাজ থেকে (যথা এখানে), কিন্তু আমি justified text আবার লাগিয়ে দিয়েছিলাম পরিষ্কার নিষেধ কোথাও নেই বলে; এ নিয়ে পরে ওখানকার স্ক্রিপ্টোরিয়ামে আলোচনাও করেছিলাম৷ Hrishikes (আলাপ) ১৪:৫১, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
justify সরানোর কোন দরকার আছে বলে মনে হয় না, ওটা সত্যি কাজের। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১০, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Extension:ShortUrl সক্রিয় করার জন্য আবেদন

ফ্যাব্রিকেটরে Extension:ShortUrl সক্রিয় করার আবেদন করা হবে। এর ফলে বাংলা উইকিসংকলনে https://bn.wikisource.org/s/XXX ফরম্যাটে একটি ShortUrl পাওয়া যাবে। যা আমাদের অন্যন্য মাধ্যমে লিঙ্ক যুক্ত করতে সুবিধা হবে। এই Extensionটি বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় আছে। সকলের সমর্থন প্রয়োজন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২০, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

শৈলী নির্দেশিকা

en:Wikisource:Style guide, en:Wikisource:Style guide/Orthography, en:Wikisource:Style guide/Presentational elements and attributes, en:Wikisource:Image guidelines, en:Wikisource:Style guide/Tables এইগুলি নিয়ে ও মাথায় প্রাসঙ্গিক অন্য কিছু এলে তা নিয়েও আলোচনার প্রস্তাব রাখছি এই সাইটের সৌষ্ঠব ও সুসামঞ্জস্য বাড়ানোর জন্য৷

যথা:—

  1. মূল লেখা, পরিচ্ছেদ ও ছবির নামকরণের রীতি
  2. Linking: Fixed link vs. relative link of chapters. Wikilinking-এর রীতি৷ বিখ্যাত উল্লেখ, তথা রবীন্দ্রনাথ, কলকাতা, লন্ডন, হিমালয় কি link করা উচিত? এক উল্লেখ বারবার থাকলে প্রতিবারই কি wikilinking দরকার, না শুধু প্রথম বার?
  3. বিষয়শ্রেণী কার থাকা উচিত, কার নয়৷ লেখক পাতায় লেখার তালিকা পাওয়া যায়, লেখকের বিষয়শ্রেণী কি দরকার? মূল লেখার সূচীপত্রে পরিচ্ছেদের তালিকা পাওয়া যায়, মূল লেখার নামে বিষয়শ্রেণীর প্রয়োজনীয়তা৷
  4. অনুচ্ছেদের আগে ফাঁক
  5. Straight quotes vs. curly quotes
  6. Fixed font size
  7. Left padding, text justification: editorial discretion of first/main editor of a work
  8. Use of runningheader template in header, nop in new line for paragraph ending at end of page

ও আরও বহু৷ Hrishikes (আলাপ) ০০:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ , বিষয়টি সামনে আনার জন্য। আসলে আমাদের আগে মৌলিক নীতি মালাগুলিকে অনুবাদ করে নেওয়া দরকার। খুব বিশেষ দরকার ছাড়া, আমি যে কোনো ব্যাপারে ইংরেজি উইকিসোর্সের নীতিমালাকেই অনুসরন করার পক্ষে। কারন ঐ একটাই, সেখানে অনেক আলোচনার পড়েই তারা শৈলী নির্দেশিকা তৈরি করেছে। Jayantanth (আলাপ) ০৩:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

১) অপরিচিত বা স্বল্পপরিচিত নামের ক্ষেত্রে লিঙ্ক রাখা যেতে পারে, আতো শুধুমাত্র প্রবন্ধ এবং প্রকাশক বা লেখকের ভূমিকার ক্ষেত্রে অর্থাৎ যেখানে ঐতিহাসিক আলোচনা হচ্ছে, এরকম জায়গায়। একই অনুচ্ছেদে বার বার না করে, অনুচ্ছেদে একবার লিঙ্ক প্রদান করা যেতে পারে।
২) অনুচ্ছেদের শুরুর ফাঁকের জন্য Indent বা Gap ব্যবহার করা যেতে পারে। আমি Gap রাখার পক্ষে, কারণ এটি খুব সরল সহজ টেমপ্লেট, তবে হৃষিকেশদা যেমন বললেন যে, অনেক অনুচ্ছেদ থাকলে Indent ব্যবহার করাই শ্রেয়।
৫) Fixed font size প্রয়োজন নেই।
৬) নামের আমি text justification রাখার পক্ষে, এতে মূল নামস্থানে লেখাগুলো স্ক্যান পাতার মতো সুন্দর ব্লকের আকারে থাকে, অন্যথায় লাইনের শেষ প্রান্ত এবড়ো খেবড়ো হয়ে যায় বলে দেখতে ভালো লাগে না। আর Left padding প্রয়োজন নেই।
৭) runningheader, nop, এগুলো নিয়মিত ভাবেই ব্যবহার হচ্ছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  • Botmaster: User:Wikitanvir
  • Purpose: Welcoming new users
  • Technical details: Pywikipedia framework

Hello, I previously used my other bot for welcoming new users. But as it is a welcome from the whole community, it is a bit awkward to see the welcome message from some personal bot accounts. That is why I want a bot flag only for this account. The name translates in English as Welcome Committee Bot as the welcome message will be delivered on behalf of the project's welcome committee. I plan to manage this bot under the tools.welcomebots-bn service group so it will be later managed with more than one operator to make sure it runs continuously without any malfunction. My other bot will be from now on will be used just for maintenance tasks. Thanks for consideration. — তানভিরআলাপ০৮:৪১, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Personal welcome from a regular user gives the new user a personal touch, he feels more welcome, does not hesitate to get in touch of the person giving welcome in case of difficulties. In English Wikisource, welcome is personalised. Here also, it is currently personalised. I am not in favour of making it mechanised, which it will be, if given by a bot. Wikisource is a small community, not crowded like Commons or Wikipedia; here the human touch has more relevance. Moreover, it is not that we are getting a new user every few minutes! Hrishikes (আলাপ) ০৮:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
Hi , Tanvir, I am very much agreed with Hrishikes da's point of view.Sp please dont send the automated welcome message to new user at the moments. Jayantanth (আলাপ) ১৮:১৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
Hi, first of all I won't send automated welcome message if the community raises objections against this. You are absolutely correct about the personal touch to a human being from a human. Although historically it is proven to be more helpful to send automatically welcome messages to new users. You see a very few amount of new users on recent change page, but a lot of new users get their accounts created automatically which you don't see there. Usually a new user spends a few minutes to browse the pages of a wiki and within those moment if you deliver a welcome message (well structured welcome template) it will be extremely helpful to give that user proper guidelines and inspiration to contribute. You can always send a new user another welcome message with a personal thanks after the first edit, but that pointer will always be helpful to have. A new user cares more about proper starter and a personal careful touch will help to retain him/her. That is how it usually works. What I just said, is based on statistical output and not just my own research (if you believe me). Also a historical note, this wiki used automated welcome message before and it worked without objection. So, it's up to you to decide. Thanks. — তানভিরআলাপ১৮:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Requesting bot flag for WikitanvirBot

Hello, I previously used WikitanvirBot only for inter-wiki management as this bot does not perform that tasks anymore (due to Wikidata), I would like to use this bot for the tasks previously done by WikitanvirBot I (which already has a bot flag on this wiki). Thanks for your consideration. — তানভির • — তানভিরআলাপ০৮:৪১, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]