ব্যবহারকারী আলাপ:দেবাঞ্জন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

স্বাগতম[সম্পাদনা]

Jayantanth (আলাপ) ১৯:০৬, ২৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

উইকিসনহকলনে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার কাজ খুব ভাল হচ্ছে।Jayantanth (আলাপ) ১৮:২৪, ২৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে আপনার লেখাগুলিকে লেখক ও প্রকাশের সাল বিস্তারিত ভাবে জানান। Jayantanth (আলাপ) ১০:৪৯, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি বাংলাতে উইকি তে নতুন । html programming জানিনা । বাংলার প্রতি ভালবাসা আমায় এখানে টেনে এনেছে । আপনাদের উৎসাহ আমার পাথেয় । wiki'তে আমার লেখাগুলো "নির্ঘণ্ট:সুকান্ত সমগ্র.djvu" ১৯৬ থেকে ১৯৭ (গীতি - ১৯ : ফোটে ফুল আসে যৌবন) এবং ৩৮৮ থেকে ৪১১ (অগ্রন্থিত গান ও অগ্রন্থিত কবিতা) পাতা থেকে টাইপ করা ।--দেবাঞ্জন (আলাপ) ১৩:৪৯, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নির্ঘণ্ট:সুকান্ত সমগ্র.djvu এখানে যান, গিয়ে দেখবেন, ১, ২, ৩ করে পাতা আছে। আপনি এক একটি লাল লিঙ্ক যুক্ত পাতায় ক্লিক করবেন, আর আপনার সামনে ওই পাতার স্ক্যান ও বাম পাশে লেখার জায়গা চলে আসবে। আপনি শুধু বাম পাশে লিখবে ডান পাশে স্ক্যানে যা আছে তাই ও সেভ করবেন। তাহলেই হবে। এর জন্য html programming জানার কোন দরকার নেই। এর পর সেটা মূল পাতায় কিভাবে লিয়ে যেতে হবে দেখাব।

Jayantanth (আলাপ) ১৪:২৬, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যেমন টা এখানে করেছেন, পাতা:সুকান্ত সমগ্র.djvu/১৯৬Jayantanth (আলাপ) ১৪:৩৫, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জগদীশচন্দ্র ঘোষ[সম্পাদনা]

প্রিয় দেবাঞ্জন, লক্ষ্য করলাম, জগদীশচন্দ্র ঘোষ সম্বন্ধে আপনি পাতা তৈরী করেছেন। কিন্তু মুশকিল হল, এই লেখকের মৃত্যু ১৯৫৮ খ্রিস্টাব্দে হওয়ায় ওনার রচনাগুলি এখনো পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ কপিরাইটমুক্ত হয়নি। কপিরাইট মুক্ত হতে আরো তিন বছর অপেক্ষা করতে হবে। কপিরাইটের আওতা ভুক্ত থাকায় লেখাগুলিকে এই তিন বছর উইকিসংকলন দেওয়া যাবে না। উইকিসংকলনে আপনার অবদানের জন্য ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Indic Wikisource Proofreadthon II 2020[সম্পাদনা]

Sorry for writing this message in English - feel free to help us translating it