তীর্থ-সলিল/চিত্রকূট

উইকিসংকলন থেকে

চিত্রকূট

ওই দেখ তরু‘পরে ফুলরাশি থরে থরে
শোভিছে প্রদীপমালা সম;
শিশির গিয়েছে ব’লে যেন তা’রা কুতুহলে
প’রেছে মালিকা মনোরম!
হেথায় ভেলার বন, বিল্ব-তরু অগণন
ফলভারে অবনত কায়;
কে করিবে উপভোগ এ কাননে নাহি লোক,
ফলে ফল বিফলে হেথায়।

ওই দেখ গাছে গাছে কেমন ঝুলিয়া আছে
মধুক্রম মধুমক্ষিকার;
ডাহুক ডাকিছে জলে, শিখি কেকারব ছলে
উত্তর দিতেছে যেন তার!
আপনি ঝরিয়া ফুল ঢেকেছে বিটপী-মূল,—
রচিয়াছে ফুলের আসন;
ফিরে করী দলে দলে, বিহগের কলকলে
চিত্রকূট মুগ্ধ করে মন।

বাল্মীকি