তীর্থ-সলিল/সাধের স্বপন

উইকিসংকলন থেকে

সাধের স্বপন।

সাধের স্বপন কোথায় আছে?—
প্রাণের মাঝে?—মনের মাঝে?
জন্ম কোথায় বল গো খুলে,
বাড়ে সে ধন কোন্ গোকুলে—
বল্ গো বল।

আঁথির মাঝে জন্মে সে ধন,
দৃষ্টি-রসে পুষ্ট সে ধন,
যেথায় জনম সেথাই মরণ!
আমরা তাহার মরণ-ঘড়ি
বাজাই চল!
টুং-টাং-ঢং,—টুং-টাং-ঢং
বাজাই অনর্গল!

শেক‍্সপীয়ার।