প্রবেশদ্বার:ভ্রমণকাহিনী/লেখক

উইকিসংকলন থেকে
চিত্র নেই! উইকিমিডিয়া কমন্সে আপলোড করুন

ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস ১৯৩১ সালে সিঙ্গাপুর থেকে প্রথমবারের জন্য সাইকেলে বিশ্বভ্রমণে বের হন এবং পূর্ব এশিয়া ও কানাডা হয়ে দুবছর পর দেশে ফিরে আসেন। ১৯৩৪ সালে তিনি আফগানিস্তান, পারস্য হয়ে ইউরোপ ভ্রমণ করেন। ১৯৩৮ সালে তিনি তৃতীয়বারের জন্য বের হন এবন্নগ আফ্রিকা ও আমেরিকা দর্শন করেন। ভারতভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে নিজের প্রকাশনা সংস্থা খুলে তার ভ্রমণকাহিনী প্রকাশ করেন।

সার্ভার ক্যাশ খালি করুন