প্রবেশদ্বার:ভ্রমণকাহিনী
![]() |
এই প্রবেশদ্বার অথবা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই প্রবেশদ্বার অথবা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। এই পাতাটির সর্বশেষ সম্পাদনা করেছেন Bodhisattwa (আলাপ | অবদান) ২১ মাস আগে। (শোধন) |
ভূমিকা
নির্বাচিত ভ্রমণকাহিনী
আফগানিস্থান ভ্রমণ ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাস রচিত একটি ভ্রমণকাহিনী। ১৯৩৩ সালে লেখক তাঁর দ্বিতীয় বারের ভূ-পর্য্যটনে সিঙ্গাপুর হতে রওনা দিয়ে আফগানিস্থানের পথে ইউরোপ যাত্রা করেন। সেই সময় তিনি আফগানিস্থানের আর্থ-সামাজিক বিষয়গুলি খুটিয়ে লক্ষ্য করে লিপিবদ্ধ করেন। বইয়ের ভূমিকা লিখতে গিয়ে তিনি বলেছেন, “যদিও আফগানিস্থান স্বাধীনতালাভ করেছিল কিন্তু নানা কারণে সাধারণ লােকের কোন উন্নতি হয় নি। রক্ষণশীলতা ও সনাতন আচার-পদ্ধতির বেড়াজাল ছাড়িয়ে যেতে যে পরিমাণ শিক্ষা এবং আন্দোলনের আবশ্যক, আফগানিস্থানে তার অভাব দেখেছি। রাজা আমানউল্লা নূতন জগতের নূতন ধারায় দেশটাকে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সে অবসর তিনি পান নি। যে পরিবর্তন ও উন্নতি আফগানিস্থানে এখনও আসে নি এক দিন সেই পরিবর্তন নিশ্চয় আসবে, আফগানিস্থানের জনগণ চারিদিকের দৃষ্টান্ত দেখে উদ্বুদ্ধ হবে।”
লেখক

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বপথিক। ১৮৭৮ থেকে ১৯৩২ সালের মধ্যে তিনি বারোবার বিশ্বভ্রমণ করে এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ভ্রমণ করেন। এই সময়ে রবীন্দ্রনাথের কলম থেকে যে ভ্রমণ সাহিত্য বেরিয়েছিল, তা অন্যান্য রবীন্দ্র সাহিত্যের মতই ছিল অতুলনীয়। রবীন্দ্রনাথের স্বভাবসুলভ উচ্চাঙ্গের সাহিত্যরূপের পাশাপাশি এই সাহিত্য রচনায় রবীন্দ্রনাথের তথ্যগত বিবরণ ও বিশ্লেষণের দিক থেকে ছিলেন পুঙ্খানুপুঙ্খ।
তালিকা
আফ্রিকা ![]()
আমেরিকা ![]()
ইউরোপ ![]()
|
এশিয়া ![]()
|
মুদ্রণ সংশোধন করুন
-
চীন ভ্রমণ
ইন্দুমাধব মল্লিক রচিত (১৯০৬) -
য়ুরোপ-ভ্রমণ
নরেন্দ্রকুমার বসু রচিত (১৯১২) -
রেলপথে ভারত-ভ্রমণ
পদ্মনাভ ঘোষাল রচিত (১৮৮৪) -
আমেরিকা ভ্রমণ
সত্যশরণ সিংহ রচিত (১৯২০) -
বাংলায় ভ্রমণ (প্রথম খণ্ড)
অমিয় বসু রচিত (১৯৪০) -
বাংলায় ভ্রমণ (দ্বিতীয় খণ্ড)
অমিয় বসু রচিত (১৯৪০) -
সারনাথ বিবরণ
ভবতোষ মজুমদার রচিত (১৯২৭)