বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:প্রশাসক/পুরানো আবেদন তালিকা

উইকিসংকলন থেকে
উইকিসংকলন প্রশাসক পুরানো আবেদন তালিকা

এখানে প্রসাশক হওয়ার পুরনো আবেদনগুলো পাওয়া যাবে।

Bellayet প্রশাসক (৪/০/০)

[সম্পাদনা]

আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক, সেখানে আমার সম্পাদনার সংখ্যা প্রায় ৮৫০০ (bn:wp Edit count)। বহুভাষীক উইকিসোর্সে এর আগেও বাংলা নিয়ে কাজ করেছি। বাংলা উইকিসোর্সের জন্য আবেদনের পরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটি দ্বারা বাংলা উইকিসোর্স অনুমোদিত হয় এবং একটি সাবডোমেইন সহ বাংলা ভাষার জন্য আলাদা সাইট দেওয়া হয়। বর্তমানে আমি বাংলা উইকিসোর্সের টেম্পোরারি অ্যাডমিন। কিন্তু বাংলা উইকিসোর্সলে এগিয়ে নিতে একজন পার্মানেন্ট প্রশাসকের প্রয়োজন।

আমি উইকিসোর্সের পার্মানেন্ট প্রশাসক পদের জন্য আবেদন করছি। আশা করছি বাংলা ভাষার অমর কৃর্তিসমূহ সংকলনে বাংলা উইকিসোর্সে অগ্রযাত্রায় আরো অধিক সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হব।--Bellayet ১৫:৫১, ১ অক্টোবর ২০০৭ (UTC)

(ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
সমর্থন
  1. বেলায়েত ভাই প্রশাসক হওয়ার যোগ্য। --Tarif Ezaz ০৮:৫৭, ৪ অক্টোবর ২০০৭ (UTC)
  2. প্রশাসক পদে বেলায়েত ভাইয়ের প্রতি আমার সমর্থন রয়েছে।--Frdayeen ০৯:৩০, ৪ অক্টোবর ২০০৭ (UTC)
  3. I do support the adminship of Bellayet Bhai. -- Muhammad ০৬:৩৮, ১২ অক্টোবর ২০০৭ (UTC)
  4. বাহ! আমরাতো জানি আপনি হলেন এর প্রশাসক এবং পার্মানেন্ট। কোথায় লিখলে এটা ফাইনাল হবে? ‌ মুনির হাসান
বিরোধিতা
নিরপেক্ষ

সিদ্ধান্ত

[সম্পাদনা]
  • প্রশাসক হিসেবে চূড়ান্ত হয়েছে।
(ভোট গণনাফল - ১/০/০)
আমি, অর্ণব দত্ত, বাংলা উইকিপেডিয়ার একজন নিয়মিত অবদানকারী। বর্তমানে উইকিসংকলনেও নিয়মিত অবদান রাখছি। আমার ব্যক্তিগত সংগ্রহে বিগত এক হাজার বছরের বাংলা কবিতা ও গানের একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। তার মধ্যে যতদূর পর্যন্ত পাবলিক ডোমেইন তার পুরোটাই উইকিতে তুলে দেবো ঠিক করেছি। এছাড়া আধুনিক বাংলা গদ্যেরও একটি বৃহৎ সংগ্রহ আমার কাছে রয়েছে, সেটিও তুলে দিতে মনস্থ করেছি। এই বিরাট কাজের পাশাপাশি উইকিসংকলনের প্রশাসক পদে বেলায়েত ভাইয়ের সঙ্গে কাজ করারও ইচ্ছে আছে। উইকিসংকলনের তিনি একমাত্র প্রশাসক, আমার মনে হয়েছে, আমি যখন নিয়মিত উইকিসংকলনে অবদান রাখা শুরু করেছি, তখন প্রশাসন পরিচালনার কাজেও ওঁকে সহায়তা করার একটা সুযোগ আমার রয়েছে। তাছাড়া আমি যে বৃহদায়তন প্রকল্পগুলি হাতে নিয়েছি বা নেব, সেগুলিকে উইকিতে সাজিয়ে দেবার কাজেও আমার সুবিধা হবে এতে। উইকিসংকলনের সদস্যদের কাছে তাই আমার বিনীত আবেদন, আমার যোগ্যতা যাচাই করে আমি প্রশাসক পদে উপযুক্ত কিনা সেই বিষয়ে মতামত দিন। --অর্ণব দত্ত ০৮:২০, ২৬ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
(ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
সমর্থন
  1. অর্ণব বেশ কিছু দিন যাবৎ উইকিসংকলনে কাজ করছেন এবং এ প্রকল্পটি এগিয়ে নিতে তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা সে প্রশাসকত্ত্ব পেলে যথাযথ ভাবে সম্পাদন করতে পারবেন। তার এ কাজ সম্পাদনের জন্য সাময়িক ভাবে প্রশাসকত্ত্ব প্রদানে সমর্থন করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
  2. আমি অর্ণবের প্রশাসক হবার আবেদন সমর্থন করছি। আশা করি প্রশাসক হবার পর বাংলা উইকি সংকলনকে ভরিয়ে তুলবে। অর্ণব বাংলা উইকির সম্পদ। আমি নিজে এখানে বেশি অবদান রাখতে পারি না , ভবিষ্যতে এখানেও কাজ করার ইচ্ছা আছে।Joy ০৫:৩০, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
বিরোধিতা
নিরপেক্ষ
(ভোট গণনাফল - ৫/০/০)

আমি, জয়ন্ত নাথ, বাংলা উইকিপিডিয়া ও উইকিসংকলনের একজন নিয়মিত অবদানকারী। বর্তমানে উইকিসংকলনেও নিয়মিত অবদান রাখছি। বাংলা সাহিত্যের পাবলিক ডোমেইনের বিশাল সংগ্রহ উইকিসংকলনের প্রিফরিডের মাধ্যমে তুলে দেবার যে প্রয়াস তাকে সফল করার চেষ্টা করছি । বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিসংকলনে আরও সময় দিয়ে কাজ করার জন্যও মনস্থ করেছি। উইকিসংকলের প্রযুক্তিগতভাবে অনেক কিছু পরিবর্তন হচ্ছে ও হবে, আমি নিজে ডেভলপারাদের সাথে যোগাযোগ রেখে চলেছি। উইকিসংকলনের বেলায়েত ভাই একমাত্র প্রশাসক। তিনি এই প্রকল্প শুরু হওয়া থেকে এতোদিন প্রায় একাই এই গুরুদ্বায়িত্বভার নিষ্ঠার সঙ্গে সামলাচ্ছেন। এখানে অনেক কাজ বাকি বা প্রয়োজন যা একমাত্র প্রশাসকই করতে পারেন। তাই এই কাজ গুলি এখন ও ভবিষ্যতের আরও উন্নতি ও অন্যন্য সকল প্রশাসন সংক্রান্ত কাজ করতে চাই। সব সময় একজনের পক্ষে সব কিছু করাও সম্ভব হয়ে ওঠে না, আমাদের সকল প্রকল্পেই আরও স্বেচ্ছাসেবক চাই, সাথে প্রযুক্তি জানা প্রশাসক। তাছাড়া আমি যে বৃহদায়তন প্রকল্পগুলি হাতে নিয়েছি বা নেব, সেগুলিকে উইকিসংকলনকে সাজিয়ে তোলার কাজেও এই প্রশাসকত্ব আমার সুবিধা হবে। বর্তমানে আমি অফলাইন ও অনলাইন উভয়দিকেই কাজে নিজেকে নিয়জিত রেখেছি। উইকিসংকলনের সদস্যদের কাছে তাই আমার বিনীত আবেদন, আমার যোগ্যতা যাচাই করে আমি প্রশাসক পদে উপযুক্ত কিনা সেই বিষয়ে মতামত দিন।--Jayantanth (আলাপ) ১০:১৩, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

(ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
সমর্থন
  1. সমর্থন সমর্থন- পূর্ণ সমর্থন করছি আশা করি জয়ন্তদা প্রশাসক হলে বাংলা উইকির মতো এখানেও তার ভালো অবদান অব্যহত রাখবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২২, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  2. সমর্থন সমর্থন- সমর্থন করছি উইকিসংকলনের উন্নয়নে আরো বেশি বেশি কাজ করে যাবেন বলে আশা করছি। --Aftab1995 (আলাপ) ২৩:২৬, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  3. সমর্থন সমর্থন - সমর্থন। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৮:৪৩, ২ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  4. সমর্থন সমর্থন - বাংলা ভাষার প্রসারে আপনার আগ্রহকে স্বাগতঃ জানাচ্ছি। - Suvray (আলাপ) ০৬:৫৫, ৩ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  5. সমর্থন সমর্থন - বিরোধিতা করার কোন কারণ নেই। আশা করি বাংলা উইকির মত এখানেও ভাল অবদান রাখতে পারবেন।--প্রত্যয় (স্বাগতম) ১৩:০৯, ৩ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নাসিদ, আফতাব, হাসিব ও সুব্রতদা কে অসংখ্য ধন্যবাদ , আমাকে উপযুক্ত মনে করার জন্য। আশা করি আমরা উইকিসংকলনের আরও তথ্য/লেখা যোগ করতে পারবো। তাই বাংলা উইকিপিয়ার সকলকেই এখানে কিছু অবদান রাখতে অনুরোধ করছি। --Jayantanth (আলাপ) ০৮:০৩, ৩ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
বিরোধিতা
নিরপেক্ষ

সিদ্ধান্ত

[সম্পাদনা]
  • প্রশাসক হিসেবে চূড়ান্ত হয়েছে।
(ভোট গণনাফল - ৩/০/০)

বাংলা উইকিসংকলনকে small wiki থেকে যথাযোগ্য মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য এখানে আরও প্রশাসক থাকা উচিত৷ তাই আমি এখানে জয়ন্তবাবু ছাড়া অন্য সবথেকে সক্রিয় সদস্য বোধিসত্ত্বের নাম প্রশাসক হিসেবে প্রস্তাব করছি, যদি তার আপত্তি না থাকে৷ @Bodhisattwa, Jayantanth:? Hrishikes (আলাপ) ১১:০২, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য প্রশাসকত্বের মত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য হৃষিকেশদা আমার নাম প্রস্তাব করায় প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই। যদিও সাধারণ ব্যবহারকারী হিসেবেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে উইকিসংকলন সম্প্রদায় চাইলে এই প্রকল্পের প্রয়োজনে এই দায়িত্ব পালন করতে আমার আপত্তি নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২৩, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন

  1. সমর্থন সমর্থনএই মুহুর্তে বাংলা উইকিসংকলনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেশ বেড়েছে। তাই বোধিকে প্রশাসক হিসেবে বিশেষ প্রয়োজন।--সুজয় চন্দ্র ১৪:২৬, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
  2. সমর্থন সমর্থন Hrishikes (আলাপ) ০০:৪৬, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3. সমর্থন সমর্থন কোন সন্দেহ নাই যে বৌধিসত্ত্ব দা, একজন যোগ্য প্রশাসক।

সিদ্ধান্ত

করা হয়েছে ছয় মাসের জন্য৷ Hrishikes (আলাপ) ০৮:৩৮, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

I nominate User:Billinghurst for temporary Adminship in Bengali Wikisource. I have sought help from him about transfer of some files from Commons to Bengali Wikisource, which may be nominated for deletion in near future due to non-compatibility with US copyright law, for which he has agreed to help. (en:User talk:Billinghurst#Transfering files from Commons). For this procedure, he needs to have a admin right here. Therefore, I request the community to provide necessary support. Thanks. -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Always happy to help the brethren in another wiki. What would be worthwhile is to replicate and translate en:Template:From Commons and associated categories so when removals are undertaken it flows smoothly. Billinghurst (আলাপ) ২১:২৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
Request to steward done here-- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সিদ্ধান্ত

করা হয়েছে ছয় মাসের জন্য৷ Hrishikes (আলাপ) ১৭:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

(ভোট গণনাফল - ৩/০/০)

আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি । আমাদের আরও পথ যেতে হবে । এই পথে চলতে গেলে আমি আমাদের একজন সক্রিয় ও অভিজ্ঞ সাথীকে আরও একটা গুরু দায়িত্ব অর্পণ করতে চাই। আমি চাই তিনি প্রশাকের দায়িত্ব পালন করুন । তাহলে আমি মনে করি আমাদের সম্পদ আরও পরিপূর্ন হবে। এখানে সকল সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ থাকল , সমর্থন করার জন্য । আমাদের আর ও স্বেচ্ছাসেবক প্রয়োজন । বই ও কাজের অভাব এখানে নেই । বাংলা উইকিসংকলনকে small wiki থেকে যথাযোগ্য মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য এখানে আরও প্রশাসক থাকা উচিত৷ তাই আমি এখানে সক্রিয় সদস্য ঋষিকেশ সেনের নাম প্রশাসক হিসেবে প্রস্তাব করছি। @Hrishikes:? Jayanta(জয়ন্ত) ১৮:১১, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য, আচ্ছা, ধন্যবাদ, চেষ্টা করব আরও ভালভাবে কাজ করতে। তবে আমার নামের বানানটা কিন্তু হৃষীকেশ। Hrishikes (আলাপ) ০৩:৪১, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ফলাফল - ছয় মাসের জন্য করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:১১, ৩১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

(ভোট গণনাফল - ৩/০/০)

আমি বহু দিন ধরে এই উইকিমিডিয়া প্রকল্পে বইপত্র মুদ্রণ সংশোধন করে চললাম—শুধু আমাদের বর্তমান প্রশাসকদের চেয়ে কম সম্পাদনা করলাম এই সাইটে—কিন্তু কিছু কাজ আছে যেগুলা অত তারা-তারি করা হয় না (চিত্র স্থানান্তর বা সদৃশ বইগুলো অপসারণ করা)। আমি নিজেই চাই যে বাংলা উইকিসংকলন আরো বড় হোক, কিন্তু যখন মানুষরা সম্পাদনা করতে অত সময় দিতে পারে না, যারা ইতিমধ্যে করতে পারে তাদের জন্য আমার মনে হয় এই রকম অধিকার দেওয়া উচিত। যেহেতু উৎসাহী ব্যবহারকারী থেকে এই ডিজিটাল গ্রন্থাগারে আরো সম্প্রসারণ দরকার, সেহেতু আমি অন্য প্রশাসকদেরকে সাহায্য দিতে চাচ্ছি। ধন্যবাদান্তে। @Bodhisattwa, Jayantanth, Hrishikes: মাহির২৫৬ (আলাপ) ০৩:৫২, ৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন বোধিসত্ত্ব (আলাপ) ০৬:২৪, ২৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন, কয়েকটি বক্তব্য , আপনি ঠিক কি কারণে হতে ছাইচেন , তার কারণ রূপে বলেছেন (চিত্র স্থানান্তর বা সদৃশ বইগুলো অপসারণ করা)।চিত্র স্থানান্তর এর জন্য আলাদা একটি রাইট আছে , আপনি চাইলেই আমি এখুনি করে দিতে পারি, তাতে আপনি এখনই চিত্র স্থানান্তর করতে পারবেন । তার জন্য প্রশাসক হতে হবে না । সদৃশ বইগুলো অপসারণ করা বলতে কি বোঝাতে চেয়েছেন বুঝলাম না । একদম সদৃশ সংখ্যা খুবী কম আছে । আর আমি একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে কাজ করছি । সেটা সবাইকেই এখানে আগে বলেছি । আমার কাছে থাকা ২২,০০০ বাংলা বই আছে , যা আমি ডিএলাই থেকে আমার নিজের কম্পিউটারে ডাউনলোড করে রেখে দিয়েছিলাম । সেটি ধীরে ধীরে প্রকাশের বছর অনুসারে আপলোড করছি । আমার আসল উদ্দেশ্য , নিশ্চিত হওয়া যে , ডিএলআইতে থাকা সকল বই যেন উইকিসংকলনে থাকে, ওসিয়ার করা হয় , প্রুরিড না হলেও সেটা গুগল সার্চে কিছুটা হলেও ধরা পরবে। অবিলম্বে ১২,০০০ বই, ১৯৫৭ সাল পর্যন্ত আপলোড করতে পেরেছি, কিন্তু বাংলা নাম স্থানান্তর বাকি। " কিন্তু কিছু কাজ আছে যেগুলা অত তারা-তারি করা হয় না" - আপনি কিছু কাজ প্রশাসকদের জন্য দিয়েছিলেন ,বোধি সেগুলির কাজ করে দিয়েছে ।তবে সেইকাজ গুলি কেন তারতারি করা প্রয়োজন ব্যাখ্যা করবেন ? Jayanta(জয়ন্ত) ০৬:৫৯, ২৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Jayantanth: জানতাম আগে যে ডিএলআইয়ের বইপত্র আপলোড করতেন ও এখনও করছেন; বলতে চাইলাম যে অন্য যেসব কাজ যেগুলা রয়ে যায় শেষ করতে একজন বিশেষভাবে অনুরোধ করতে হবে—উদাহরণ দিতে পারি: জাতিসংঘের চুক্তিপত্র নাম পরিবর্তন করতে ~৪ মাস লাগলো আমার অনুরোধের আগে। সে জন্যে শুধু বলতেছি যে আমার মনে হয় বহু বিষয়ে আপনাদের সাহায্য দরকার ও সেই কারণে প্রশাসকের অধিকার অনুরোধ করছি।
তা ছাড়া, মেসেঞ্জারে বাংলা উইকিপিডিয়ার "পশ্চিমবঙ্গ-বিরোধী" আন্দোলন সম্বন্ধে যে আলোচনা পরার পরে মনে করলাম যে আপনারা আরো ভালো কাজ করতে পারো ওটা থামানোর জন্য (আমি কি করতে পারব যখন সারা জীবন যুক্তরাষ্ট্রে বাস করি?)। যেহেতু আপনারা ওখানে প্রশাসক ও যেহেতু আরো ভালো জানেন কি রকম সমস্যা ওখানে আছে, সেহেতু আরও মনোযোগ দিয়ে আপনারা সঠিকভাবে ওই অবস্থা সমাধান করতে পারেন ও যদি তা হয়, তাহলে আপনাদের এই উইকিপ্রকল্পে একজন লাগবে যে প্রয়োজনীয় কাজ করতে পারে। মাহির২৫৬ (আলাপ) ০১:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন -- Hrishikes (আলাপ) ১৩:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

meta:Special:Diff/17716532 করা হয়েছে

বাংলা উইকিসংকলনের প্রতিষ্ঠাতা বেলায়েতের নাম আমি নিষ্ক্রিয়তার জন্য প্রশাসকতা থেকে অপসারণের প্রস্তাব করছি৷ বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় থাকলেও এখানে তাঁর শেষ সম্পাদনা ২২ ডিসেম্বর ২০১৩৷ Hrishikes (আলাপ) ০২:১০, ২২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নিরপেক্ষ নিরপেক্ষ এই সম্পর্কে আমার কোন মত নেই। Seth★Freaking★Noman (→Chat) ০৫:০৫, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সম্প্রদায়ে আলোচনা ছাড়া দুবছরের বেশি নিষ্ক্রিয় থাকা প্রশাসকত্বের বৈশ্বিক নীতির বিরোধী৷ বেলায়েতভাইয়ের বাংলা উইকিপিডিয়া আলাপপাতায় এই আলোচনা সম্বন্ধে জানানো হয়েছে; তারপরও উনি সেখানে সম্পাদনা চালিয়ে গেছেন, কিন্তু এখানে এখনও জানান নি যে উনি এখানে সক্রিয় থাকতে ইচ্ছুক কিনা৷ Hrishikes (আলাপ) ০৮:৪৯, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত ভাই, উইকিসংকলনে বা উইকিপিডিয়া , কোথায় তেমন ভাবে সময় দিচ্ছেন না , সময় ডিতে পারছে না । আমাদের নীতিমালা অনুসারে বছরে �১০০টি সম্পাদনা একজন প্রশাসকের কাছ থেকে আশা করা হয় । সেটা প্রশাসকের কাজ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার শেষ করা কাজ , এখানে। তিনি এখানে কোনো উত্তর দেন নি । প্রায় দুই বছর হতে চলল । কারুর কোনও আপত্তি না থাকলে আমি আমি মেটাতে ডি-অয়াডমিনশিপের আবেদন করব এখানে । সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি এখানে মেটাতে একজন প্রশাসকের জন্য বছরে ন্যুনতম ১০০টি সম্পদনা করতে হবে , নইলে যে কেউ প্রশাসকত্ব বাতিল করতে সরাসরি এখানে আবেদন করতে পারবেন। তার জন্য এখানেও নতুন করে আলোচনার দরকার নেই । এই বছরে ১০০টি সমাদনার উপর কাড়ুন কোনো আপত্তি থাকলে করতে পারেন। Jayanta(জয়ন্ত) ০৭:৩৪, ২৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন @Bellayet: এই আলাপটা দেখুক।
মাহির২৫৬ (আলাপ) ১৮:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
বাতিলের আবেদন করা হয়েছে । [এখানে] ।
সমর্থন সমর্থন বোধিসত্ত্ব (আলাপ) ১৭:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তার প্রশাসক অধিকার বাতিল হয়ে যাবে ১২:০৮, ১লা জুলাইয়ে। সে জন্য এই প্রস্তাব করে রাখলাম। মাহির২৫৬ (আলাপ) ২২:৩৪, ৩০ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য

১০ জুলাই ২০১৮ থেকে পরবর্তী ছয় মাসের জন্য দেয়া হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৯, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

interface administrators@jayantanth

[সম্পাদনা]

As per the announce above, we should have 2 interface-admins or more. I am a long time contributor in Wikimedia/wikisource world with past mediawiki JS/CSS editing history. I need interface-admin access. Jayanta(জয়ন্ত) ১৭:০৩, ২৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:০০, ২৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্যই সমর্থন সমর্থন মাহির২৫৬ (আলাপ) ০১:৩৪, ২৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

৭ সেপ্টেম্বর ২০১৮-এ করা হয়েছে মাহির২৫৬ (আলাপ) ১৫:৫৩, ১৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ইন্টারফেস প্রশাসক অধিকারের আবেদন

[সম্পাদনা]

আমি উইকিসংকলনে বিভিন্ন জাভাস্ক্রিপ্টের কাজ সহ গ্যাজেট তৈরির কাজগুলি করে থাকি। সম্প্রতি সমস্ত উইকির প্রশাসকদের থেকে এই কাজের অধিকার সরিয়ে নেওয়া হয়েছে, ফলে উইকিসংকলনের রক্ষণাবেক্ষণের কাজে সমস্যা তৈরি হয়েছে। সেহেতু ইন্টারফেস প্রশাসকের অধিকারের আবেদন করছি। সকলের সমর্থন কামনা করি। -- ধন্যবাদান্তে, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:০৮, ২৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই সমর্থন সমর্থন মাহির২৫৬ (আলাপ) ০১:৩৪, ২৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

২৬ সেপ্টেম্বর ২০১৮-এ করা হয়েছে মাহির২৫৬ (আলাপ) ১৫:৫৫, ১৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মাহির মোরশেদ

[সম্পাদনা]

আজ আমার প্রশাসক অধিকার বাতিল হয়ে গেছে। এখানে আমি এখনও বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য দিতে পারব (স্ক্রিপ্ট নিয়ে সমস্যা সমাধান করা, সংগ্রহ আস্তে ধীরে সম্পূর্ণ করা, উইকিউপাত্ত-সম্পর্কিত ও অন্যান্য রক্ষণাবেক্ষণ, ইত্যাদি)। মাহির২৫৬ (আলাপ) ২১:১০, ৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে — ১৪ আগস্ট ২০১৯ পর্যন্ত — হৃষীকেশ (আলাপ) ০২:০৮, ২৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

হৃষীকেশ

[সম্পাদনা]

আমার প্রশাসকত্ব শেষ হয়ে গেছে। যদি সম্প্রদায় চায়, তবে আশা করি আমি প্রশাসক হিসেবে আরও অবদান রাখতে পারব। হৃষীকেশ (আলাপ) ০৮:০৬, ১৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:১৫, ১৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন ---Jayanta(জয়ন্ত) ১৬:৩৯, ১৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন মাহির২৫৬ (আলাপ) ২১:৪৭, ১৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

২৮ জানুয়ারি ২০১৯-এ করা হয়েছে মাহির২৫৬ (আলাপ) ১৫:৫৭, ১৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মাহির মোরশেদ

[সম্পাদনা]

আজ আমার প্রশাসক অধিকার বাতিল হয়ে গেছে। গত সপ্তাহে ডিএলআই থেকে আমদানিকৃত পিডিএফ পুনঃনামকরণ/সদৃশ অপসারণ শুরু করছি, যে কাজটা এই পতাকা ছাড়া করতে পারব না। এ ছাড়া এখনও বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজে সাহায্য দিতে চাই, যেমন কপিরাইট লঙ্ঘন খুঁজে বের করা, উইকিউপাত্ত-সম্পর্কিত মেটাউপাত্ত সম্প্রসারণ করা, লিন্ট ত্রুটি ঠিক করা, ইত্যাদি। ধন্যবাদ। মাহির২৫৬ (আলাপ) ১৬:১৬, ১৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মাহির মোরশেদ (ইন্টারফেস প্রশাসক)

[সম্পাদনা]

আমার প্রধান পাতার পুনঃকাঠামো কাজের জন্য সাইটের জাভাস্ক্রিপ্ট/সিএসএস সম্পাদনা করতে হবে। এর ছাড়া অন্যান্য মোবাইল শৈলী বদলানোর কাজ থাকতে পারে—যেমন সূচীপত্র, প্রবেশদ্বার, ইত্যাদি মোবাইল সাইটে যদি অত ভালো দেখা যায় না। তাই আমি এখন ইন্টারফেস প্রশাসকের অধিকার অনুরোধ করতেছি। ধন্যবাদান্তে, মাহির২৫৬ (আলাপ) ০১:১৮, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:২০, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন -- Jayanta(জয়ন্ত) ০৯:৫৭, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মাহির মোরশেদ (প্রশাসক/ইন্টারফেস প্রশাসক)

[সম্পাদনা]

এক সপ্তাহের পরে আমার প্রশাসক/ইন্টারফেস প্রশাসক অধিকার বাতিল হয়ে যাবে। আমি এখনও গণহারে পরিলেখন, সাইটের শৈলী পরিবর্তন, উইকিউপাত্ত সহযোগিতা, বিভিন্ন রক্ষণাবেক্ষণ, ইত্যাদি নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং আশা করি যে আগামী বছরে মূল পড়ার অভিজ্ঞতাটা উন্নত করতে পারব। ধন্যবাদান্তে। মাহির২৫৬ (আলাপ) ২০:১৮, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]