পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


ভুলো না জীবনমণি, ভুলো না আমায় ১৪৯
ভোল্‌ রে ভোলা, ভোল্‌ ১৭৫
ভোলা, তুই তাঁর চরণে মাথা ঠেকা ১৭৭
মধুকালে এল হোলি—মধুর হোলি ২০৪
মন রে আমার, তুই শুধু বেয়ে যা দাঁড়
মন হ'রে কে পালাল গো ১৪৩
মনোপথে এল বনহরিণী ২৩৪
মম মনের বিজনে আমি মিলিব তব সনে ১৪৪
মা, তোর শীতল কোলে তুলে নে আমায় ১৮৯
মানুষ যখন চায় আমারে, তোমারে চাই নে হরি ৩০
মিছে তুই ভাবিস মন সূচনা
মিনতি করি তব পায় ১২৯
মিলন-সভা মাতাও আনন্দ-গানে ১৮৭
মিলিল আজি পথিক দু জন ৩৯
মুরলী কাঁদে রাথে রাথে ব'লে ১৫৯
মেঘেরা দল বেঁধে যায় কোন্‌ দেশে ৬৬
মোদের গরব, মোদের আশা ৯৭
মোর আজি গাঁথা হল না মালা ১২৪
মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে ৭৪
মোরে কে ডাকে—'আয় রে বাছা, আয় আয়' ৯০
যখন দুমি গাওয়াও গান তখন আমি গাই ৬০
যতই গড়ি সাধের তরী, যতই করি আশা ১৬৮
যদি তোর হৃদ্‌-যমুনা হল রে উছল, রে ভোলা ১৭৪
যদি দুখের লাগিয়া গড়েছ আমায় ৪৪
যবে মানবের বিচারশালায় অবিচার পাব দান ৪৬
যাও যাও, জানাতে এসো না ভালোবাসা ১৫২
[ ৭ ]