বিষয়বস্তুতে চলুন

মিবাররাজ

উইকিসংকলন থেকে
মিবাররাজ

মিবাররাজ।

ঐতিহাসিক উপন্যাস।


শ্রীস্বর্ণকুমারী দেবী

প্রণীত।


কলিকাতা

আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে

শ্রীকালিদাস চক্রবর্ত্তি দ্বারা মুদ্রিত।

৫৫ নং অপর চিৎপুর রোড।

জ্যৈষ্ঠ ১৮০৯ শক।

মূল্য আট আনা।

উপহার।

ভাই বকুল,
কোমল মাধুরী মাখা বিমল বকুল,
তুই সখি প্রমময়ি, বরষার ফুল,—
বিকশিত অশ্রুজলে, সুবাসিত শুষ্ক দলে
ম্লানমুখে হাসি রাশি উজল অতুল।
তুই সখি প্রেমময়ি বরষার ফুল।
যে তোমার কাছে আসে, জুড়াও মধুর বাসে,
ক্ষুদ্র হৃদে উথলিত প্রণয় অকূল।
যে যায় দলিত রেখে, সেও গন্ধ যায় মেখে,
স্বরগের পুণ্য তুমি ধরণীর ভুল।
মুখানি দেখিলে তোর, প্রাণে বহে অশ্রু-লোর,
কি জানি কি ভাব ঘোরে হৃদয় আকুল।
সেই অশ্রু সেই তানে, সেই সুরে বাঁধা গানে
উপহার সঁপে আজি বকুলে বকুল,
লহ ভাই ধর, তুমি বরষার ফুল।


এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯২৯ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।


লেখক ১৯৩২ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।