পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৷৵৹
সূচীপত্র।

কৃষ্ণচন্দ্রীয় যুগ ১৪৪১১৫২১ পৃঃ।

রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর (১৭১৮—১৭৭৪ খৃঃ) ১৪৪১১৪৪৯ পৃঃ। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল (১৭১২—১৭৬০ খৃঃ) ১৪৪৯১৪৬৭ পৃঃ। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর (১৭১২—১৭৬০ খৃঃ) ১৪৬৮১৪৭৬ পৃঃ। জয়নারায়ণ সেনের হরিলীলা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৪৭৭১৫১২ পৃঃ। জয়নারায়ণের কাশীবর্ণনা (১৮০০ খৃঃ) ১৫১২১৫২১ পৃঃ।

প্রাচীন সঙ্গীত ১৫২২১৬২৯ পৃঃ।

রামপ্রসাদী গান (১৭১৮—১৮০৪ খৃঃ) ১৫২২১৫৩৮ পৃঃ। আজু গোঁসাই (১৭১৮—১৮০৪ খৃঃ) ১৫৩৮১৫৩৯ পৃঃ। নিধু বাবুর গান (১৭৩৮—১৮২৫ খৃঃ) ১৫৩৯১৫৪৭ পৃঃ। কবির গানঃ—রঘু মুচি (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৪৮১৫৪৯ পৃঃ; রাসু নৃসিংহ (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৪৯১৫৫১ পৃঃ; গোঁজলা গুঁই (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৫১ পৃঃ; কেষ্টা মুচি (খৃঃ ১৭শ শতাব্দী) ১৫৫১১৫৫২ পৃঃ; হরু ঠাকুরের গান (১৭৩৮—১৮১৩ খৃঃ) ১৫৫২১৫৫৮ পৃঃ; নিত্যানন্দ বৈরাগীর গান (১৭৫১—১৮২১ খৃঃ) ১৫৫৮১৫৫৯ পৃঃ; রাম বসুর গান (১৭৮৬—১৮২৮ খৃঃ) ১৫৫৯১৫৬৩ পৃঃ; যজ্ঞেশ্বরী (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৩১৫৬৪ পৃঃ; আন্‌টুনি সাহেবের গান (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৪১৫৬৬ পৃঃ; গদাধর মুখোপাধ্যায়ের গান (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৬১৫৬৯ পৃঃ; কৃষ্ণমোহন ভট্টাচার্য্যের গান (খৃঃ ২০শ শতাব্দী) ১৫৬৯ পৃঃ। দাশরথি রায়ের পাঁচালী (১৮০৪ খৃঃ) ১৫৭০১৫৭৭ পৃঃ। গোবিন্দ অধিকারীর গান (১৭৯৭ খৃঃ) ১৫৭৭১৫৮৬ পৃঃ। কৃষ্ণকমল গোস্বামী (১৮১০ খৃঃ) ১৫৮৬১৬২০ পৃঃ। রঘুনাথ রায়ের গান (১৭৫০—১৮৩৬ খৃঃ) ১৬২০১৬২১ পৃঃ। রাজা রামমোহন রায়ের গান (১৭৭৪—১৮৩৩ খৃঃ) ১৬২১১৬২২ পৃঃ। দেওয়ান রামদুলালের গান (১৭৮৫—১৮৫১ খৃঃ) ১৬২৩ পৃঃ। রাধামোহন সেনের সঙ্গীত-তরঙ্গ (১৯শ শতাব্দী) ১৬২৩১৬২৫ পৃঃ। গোপাল উড়ে (১৭৯৭ খৃঃ) ১৬২৬১৬২৯ পৃঃ।

সহজিয়া-সাহিত্য ১৬৩০১৬৭১ পৃঃ।

জ্ঞানাদি-সাধনা (খৃঃ ১৭শ শতাব্দী) ১৬৩০১৬৩৭ পৃঃ। প্রাচীন দলিলঃ—প্রথম দলিল (১৭১৭ খৃঃ) ১৬৩৮১৬৪০ পৃঃ; দ্বিতীয় দলিল (১৭৩২ খৃঃ) ১৬৪১১৬৪৩ পৃঃ। নরেশ্বর দাসের চম্পক-কলিকা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৪৪১৬৪৯ পৃঃ। অকিঞ্চন দাসের বিবর্ত্ত-বিলাস (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৪৯১৬৫৫ পৃঃ। রাধাবল্লভ দাসের সহজ-তত্ত্ব (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৫৫১৬৫৮ পৃঃ। চৈতন্যদাস-কৃত রসভক্তি-চন্দ্রিকা বা আশ্রয়-নির্ণয় (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৫৮১৬৬১ পৃঃ। যুগল কিশোর দাস-রচিত প্রেম-বিলাস (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৬১১৬৬৭ পৃঃ। রাধা-রস-কারিকা (খৃঃ ১৮শ শতাব্দী) ১৬৬৭১৬৭১ পৃঃ।

প্রাচীন গদ্য-সাহিত্য ১৬৭২১৮১৯ পৃঃ।

একখানি প্রাচীন পত্র (১৫৫৫ খৃঃ) ১৬৭২ পৃঃ। আদালতের আরজি (১৬৮৮ খৃঃ) ১৬৭৩ পৃঃ। আদালতের আরজি (১৬৮৯ খৃঃ) ১৬৭৩ পৃঃ। বৃন্দাবন-পরিক্রমা (খৃঃ ১৮শ