বিষয়বস্তুতে চলুন

মৃণালিনী (১৮৭৪)

উইকিসংকলন থেকে

মৃণালিনী।

ঐতিহাসিক উপন্যাস।



শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রণীত।

তৃতীয় সংস্করণ।



“বিভর্ষি চাকারমনির্বূ তানাং
মৃণালিনী হৈমমিবোপরাগম্।”




কাঁটালপাড়া।

বঙ্গদর্শন যন্ত্রালয়ে শ্রী হারাণচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্ত্তৃক
মুদ্রিত ও প্রকাশিত।


১৮৭৪।


মূল্য ১৵৹ একটাকা দুই আনা মাত্র।

মৃণালিনী।

ঐতিহাসিক উপন্যাস।

শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রণীত।

তৃতীয় সংস্করণ।



“বিভর্ষি চাকারমনির্বূ তানাং
মৃণালিনী হৈমমিবোপরাগম্।”




কাঁটালপাড়া।

বঙ্গদর্শন যন্ত্রালয়ে শ্রী হারাণচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্ত্তৃক
মুদ্রিত ও প্রকাশিত।


১৮৭৪।

বঙ্গকবিকুলতিলক


শ্রীযুক্ত বাবু দীনবন্ধু মিত্র


সুহৃদ্‌প্রধানকে


এই গ্রন্থ


প্রণয়োপহার স্বরূপ


উৎসর্গ


করিলাম।

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।